News/ উত্তরাধিকারে নারী পুরুষের সমতা নিশ্চিত করার দাবী

উত্তরাধিকারে নারী পুরুষের সমতা নিশ্চিত করার দাবী

 

উত্তরাধিকারে নারী পুরুষের সমতা এবং দেশের নারী ও শিশু, ধর্ষন, নির্যাতন ও হত্যা বন্ধ করার দাবীতে গতকাল রবিবার সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় | আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি নাসিমুল আরা হক, উপস্থিত ছিলেন সংঘটনের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, দিলরুবা খান, সেবিনা দেবনাথ, তাসকিনা ইয়াসমিন, দেলোয়ারা ইয়াসমিনসহ কেন্দ্রের সদস্যবৃন্দ
মানববন্ধনে নারী ও শিশু ধর্ষনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইবুনাল ঘটন করে অপরাধীদের কঠোর শাস্তি দেয়ার দাবী জানানো হয় |
এছাড়া সিড ও সনদ কার্যকর করার এবং উত্তরাধিকারের নারী পুরুষের সমতা নিশ্চিত করার দাবী জানানো হয় |


বার্তাপ্রেরক
নাসিমুল আরা হক
সভাপতি
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র
০১৫৫২৪০০১৯৫
nasimunarahuq@yahoo.com