News/ নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আজ বৃহস্পতিবার নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন বন্ধ করতে আইনের কঠোর প্রয়োগ এবং দ্রুত বিচার ট্রাইবুনালে এসব অপরাধের বিচারের দাবীতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে। তারা বলেন- দেশে নারী ও শিশু ধর্ষণ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে’। ছয় মাসের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না। ঘরে, পথে-ঘাটে, কর্মস্থলে কোথাও নারীরা নিরাপদ নয়। সুবর্ণচর, কবিরহাট সহ সকল নারী ধর্ষণের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে।
দেশে নারী ও শিশু, ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ করার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা, কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, শান্তা মারিয়া, শাহনাজ সিদ্দিকী, দেলোয়ার ইয়াসমিন, সেবিকা দেবনাথ, রুমি আক্তার পলি, লিপিকা বড়ুয়া বাংলাদেশ নারী প্রগতি সংঘের সদস্যরাও মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয়।